ব্লকচেইন ডেভেলপার হওয়ার ৫ টি কারণ

যখন থেকে অনলাইনে লেনদেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা শুরু হয়েছে, তখন থেকেই এর নিরাপত্তা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। জালিয়াতি, তথ্য চুরি বা হ্যাকিং এর মতো হুমকি দিন দিন আরো জোরালো হচ্ছে। তাই এসব হুমকি থেকে গুরুত্বপূর্ণ ডেটাকে রক্ষা করতে নিরাপত্তা ব্যবস্থাও মজবুত করা দরকার। ঠিক এমনই ধারণা থেকে উদ্ভব হয় ব্লচকচেইন এর, যা নিরাপত্তা ব্যবস্থাকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছে।  

ব্লকচেইন হল একটি ডিসেন্ট্রালাইজড, ডিজিটাল লেজার বা তথ্য সংরক্ষণ ব্যবস্থা যেখানে একটি নেটওয়ার্ক জুড়ে লেনদেন রেকর্ড হতে থাকে। চেইনের প্রতিটি "ব্লক"-এ বেশ কয়েকটি লেনদেনের রেকর্ড থাকে এবং একবার চেইনে একটি ব্লক যুক্ত হয়ে গেলে তা পরিবর্তন করা যায় না। তাই এখানে হ্যাকিং বা ডেটা চুরির কোনো সম্ভাবনা নেই।  ব্লকচেইন প্রযুক্তি গত দশকের একটি অন্যতম সাড়াজাগানো উদ্ভাবন। প্রথমে কেবল বিটকয়েনের অন্তর্নিহিত প্রযুক্তি হিসেবে পরিচিত হলেও বর্তমানে এটি অর্থব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা এমনকি সরবরাহ ব্যবস্থাপনায় ও ব্যবহৃত হচ্ছে। তাই যতো এর চাহিদা বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্লকচেইন ডেভেলপারদের চাহিদা।

ব্লকচেইন ডেভেলপার

সহজ ভাষায় ব্লকচেইন ডেভেলপাররা ব্লকচেইন-ভিত্তিক সমাধানগুলো সমাধান করে এবং ব্লকচেইন প্রোটোকলের ভিত্তিতে অ্যাপ্লিকেশন তৈরি করে থাকে। তাদের তৈরি করা এসব অ্যাপ্লিকেশনগুলো ব্লকচেইন আর্কিটেকচারে রান করা হয়। তাছাড়া ও তারা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন (বা dApps) তৈরি করে থাকে।  অনেক ডেভেলপাররা ব্লকচেইনের ব্যাক-এন্ড এবং ফ্রন্ট-এন্ড উভয় ক্ষেত্রেই কাজ করে থাকে। 

একজন সফল ব্লকচেইন ডেভেলপার হওয়ার জন্য আপনার দরকার বেশ ভালো প্রযুক্তিগত দক্ষতা ও তার পাশাপাশি সমস্যা সমাধানের মনোভাব এবং ব্লকচেইনের খুঁটিনাটি বিষয়ে জ্ঞান। এবার জানা যাক ঠিক কেন আপনি ব্লকচেইন ডেভেলপার হবেন। এর ভবিষ্যৎ কি? আর ব্লকচেইন ডেভেলপার হলে আপনি কি কি সুবিধা পাবেন। 

২০২৩ সালে ব্লকচেইন ডেভেলপার হওয়ার ৫টি কারণ

১. বেতন (Salary) 

ব্লকচেইনের জনপ্রিয়তা ও ব্যবহার যেভাবে বেড়েছে ঠিক তেমনিভাবে বাড়ছে ব্লকচেইন ডেভেলপারদের চাহিদা। এই চাহিদার মূল্য হচ্ছে বছর প্রায় $১১৫০০০ ডলার। জি হ্যাঁ, Payscale এর তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ব্লকচেইন ডেভেলপারের গড় বেতন প্রতি বছর প্রায় $১১৫০০০। আমাদের প্রতিবেশী দেশ ভারতে ব্লকচেইন ডেভেলপাররা প্রতি বছর ৭ থেকে ১৬ লক্ষ রুপি আয় করছে। যদিও বেতনের মান  তাদের অবস্থান, অভিজ্ঞতা এবং নির্দিষ্ট দক্ষতার উপর নির্ভর করে তাও এটা বলতে পারি অর্থের বিচারে ব্লকচেইন কিন্তু বেশ ভালো একটি ক্যারিয়ার। 

২. কাজের সুযোগ (Career Opportunities) 

বাজারে ক্রিপ্টোকারেন্সিগুলোর প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত ব্লকচেইনের ব্যবহার ও বেড়েই চলেছে। এক তথ্য মতে ২০২২ সালের শেষে ব্লকচেইনের বাজার বা মার্কেট শেয়ার 8 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। আর দিন দিন এর ব্যাপকতা কেবল বাড়ছেই। তার সাথে তৈরি হচ্ছে চাকরির সুযোগ ও। 

৩. ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ (First Movers Advantage)

নতুন প্রযুক্তি হওয়ায় ব্লকচেইন সম্পর্কে খুব বেশি মানুষের ভালো ধারণা নেই। তাই অন্যান্য ফিল্ডের চেয়ে এখানে দক্ষ ডেভেলপারের অভাব রয়েছে। প্রোগ্রামিং ভাষা, সফটওয়্যারের জ্ঞান আর ব্লকচেইনের খুঁটিনাটি জেনে আপনি কিন্তু অন্য সবার চেয়ে এগিয়ে থাকতে পারেন। নিজের ভবিষ্যতে যোগ করতে পারেন আকাশচুম্বী সম্ভাবনা। 

৪. ক্যারিয়ারে স্কেলেবিলিটি ও সরকারি সংস্থাগুলোর সম্পৃক্ততা (Scalability & Involvement of Gov. Bodies )

ব্লকচেইন সবার জন্য এক নতুন ভবিষ্যৎ  হতে চলেছে। জেনে অবাক হবেন যে, ব্রাজিলের মতো একটি দেশে সরকার নির্বাচনে বা ভোট গ্রহণে ব্লকচেইন প্রযুক্তিতে তৈরি একটি অ্যাপ্লিকেশন ETH ব্যবহার করা হয়েছে। অন্যান্য অনেক দেশেই এখন সরকারি নানা কাজে এই ব্লকচেইনের ব্যবহার করা হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন, ভবিষ্যতে সর্বত্র ব্লকচেইনের ব্যবহার হবে। 

৫. নিরবিচ্ছিন কাজের সুযোগ (Job Roles)

ব্লকচেইনের জনপ্রিয়তা বা ব্যবহার যেমন ব্যাপক ঠিক তেমনি এখানে কাজের সুযোগ ও অনেক বেশি। অনেক টেক জায়ান্ট ক্রমাগতভাবে ব্লকচেইন প্রযুক্তিতে আদর্শ প্রার্থীদের সন্ধান করছে। বর্তমান বাজারে ব্লকচেইনের যে-সব জব রয়েছেঃ 

  • ক্রিপ্টোকারেন্সি এনালিস্ট
  • ক্রিপ্টোকারেন্সি ডেভেলপার
  • সিস্টেম ইঞ্জিনিয়ার
  • প্রোজেক্ট ম্যানেজার
  • ইউএক্স ডিজাইনার

সামগ্রিকভাবে বলা যায় , একজন ব্লকচেইন ডেভেলপার হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তিগত দক্ষতা এবং জ্ঞানের পাশাপাশি, সৃজনশীলতা এবং জটিল সমস্যা সমাধানের ক্ষমতা প্রয়োজন। অলস বসে না থেকে আপনি ব্লকচেইনে দক্ষ হওয়ার পিছে সময় ব্যয় করতে পারেন। কথা দিচ্ছি, আপনাকে ভবিষ্যতে পস্তাতে হবে না।  নিজের ক্যারিয়ারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন।