Python Guideline For Beginner
পাইথন হল একটি হাই-লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি কোড রিডেবিলিটি ও অবজেক্ট ওরিয়েন্টেড ফাংশনাল প্রোগ্রামিংকে সাপোর্ট করে। ওয়েবসাইট ডিজাইন, গেমস ডেভেলপ করা, অটোমেটেড টাস্ক, সফটওয়্যার বিল্ট করা, ডেটা এ্যানালিসিসসহ নানা কাজে পাইথন ইউজ করা হয়।
আপনি যদি পাইথনের কোডিং ও ফান্ডামেন্টালগুলোতে এক্সপার্ট হন, তাহলে কিন্তু পাইথন ফিল্ডে আপনার ক্যারিয়ার খুবই শাইন করবে। যেহেতু পাইথন হাই-লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই প্রশ্ন হলো,আমি কি ফ্রেশার হয়ে পাইথন এক্সপার্টের জব পেতে পারি?
অবশ্যই জব পেতে পারি। পাইথনের ভার্সেটাইল ব্যবহার, রিডেবিলিটি, এবং ডিমান্ড এটিকে টেকনলোজিক্যাল ক্যারিয়ারে আগ্রহী ফ্রেশারদের জন্য ফার্স্ট চয়েজ করে তুলেছে।
ফ্রেশারদের জন্য প্রয়োজনীয় পাইথন স্কিল
● পাইথন সিনট্যাক্স এবং ফান্ডামেন্টাল
● অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP)
ফ্রেশারের একটি শক্তিশালী পোর্টফোলিও
ফ্রেশার হিসেবে পাইথন জব এবং ইন্টার্নশিপ কিভাবে খুজবো?
কেন ফ্রেশারদের জন্য পাইথন? || Why Is Python For Fresher?
পাইথনের সিম্প্লিসিটি, অসাধারণ লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের বিশাল ইকোসিস্টেম এটিকে ফ্রেশারদের জন্য একটি আইকনিক ল্যাঙ্গুয়েজ করে তুলেছে। তাছাড়া, এর অ্যাপ্লিকেশনগুলো ডেটা সায়েন্স, ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, অটোমেশন এবং আরও অনেক কিছুর মধ্যে রয়েছে। তাই এসকল কাজের জন্য পাইথন শিখলেই আর কোন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না। তাই এসকল দিক ফ্রেশারদের জবের অপরচুনিটি বাড়িয়ে দেয়।
ফ্রেশারদের জন্য প্রয়োজনীয় পাইথন স্কিল || Python Skills For Fresher
ফ্রেশারদের জন্য পাইথন একটি স্ট্রং ক্যারিয়ার নিয়ে আসতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই একজন ফ্রেশারকে পাইথনের কিছু বেসিক স্কিল জানা থাকতে হবে। যেমন:
পাইথন সিনট্যাক্স এবং ফান্ডামেন্টাল || Python Syntax And Fundamentals
আপনাকে পাইথন নিয়ে কাজ করতে হলে ডাটা টাইপ, ভেরিয়েবল, অপারেটর, কন্ট্রোল ফ্লো, ফাংশন এবং মডিউলের মতো বেসিক বিষয়গুলো জানতে হবে।
ডেটা স্ট্রাকচার || Data Structure
ডেটা স্ট্রাকচারের মধ্যে কিভাবে লিস্ট, ডিকশনারি, সেট কাজ করে ও তাদের ফাংশনালিটি জানতে হবে। কেননা বেসিক কাজ করতে হলেও আপনাকে পাইথনের এই বিষয়গুলো নিয়ে নলেজ থাকতে হবে।
অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP) || Object-Oriented Programming
পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্লাস, অবজেক্ট, ইনহেরিট্যান্স, পলিমরফিজম এবং এনক্যাপসুলেশনের মত আইডিয়াগুলোর সাথে আপনার পরিচয় থাকতে হবে।
ফাইল হ্যান্ডলিং|| File Handling
পাইথনে কীভাবে ফাইলগুলো পড়তে, লিখতে এবং দক্ষতার সাথে ম্যানেজ করতে হয় তা জানা থাকতে হবে। কেননা আপনি ফ্রেশার হিসেবে পাইথন নিয়ে কাজ করতে গেলে আপনাকে ফাইল হ্যান্ডলিংয়ের কাজ করতে হবে।
রেগুলার এক্সপ্রেশন || Regular Expression
পাইথনে টেক্সট প্রসেসিংয়ের জন্য প্যাটার্ন ম্যাচিং নিয়ে আপনার জানাশোনা বাড়িয়ে তুলুন। কেননা প্যাটার্ন নিয়ে কাজ করতে হলে এই স্কিল মাস্ট।
লাইব্রেরি || Library
ডেটা ম্যানিপুলেশন এবং এ্যানালিসিসের জন্য NumPy, Pandas, Matplotlib এবং Scikit-Learn-এর মতো প্রয়োজনীয় লাইব্রেরিগুলো নিয়ে যদি আপনার স্কিল না থাকে, তাহলে আজকে থেকেই এই লাইব্রেরিগুলো নিয়ে এক্সপ্লোর করা শুরু করে দিন।
ফ্রেশারের একটি শক্তিশালী পোর্টফোলিও || A Strong Portfolio Of A Fresher
আপনি পাইথনের চাকরির বাজারে একজন ফ্রেশার। কিন্তু আপনি তো পাইথনের জগতে ফ্রেশার নন। পাইথনে স্কিল থাকলেই কেবল আপনি ফ্রেশার হিসেবে জব পেতে পারেন। এক্ষেত্রে যদিও পাইথনের নলেজ থাকা আপনার জন্য অপরিহার্য, তবে পাশাপাশি রিয়েল এক্সপেরিয়েন্সও সমানভাবে গুরুত্বপূর্ণ।
এক্ষেত্রে ফ্রেশারদের কাজের এক্সপেরিয়েন্স নাই, কিন্তু আপনি চাইলে আপনার নিজের করা পাইথন প্রজেক্টগুলো নিয়ে একটি পোর্টফোলিও তৈরি করতে পারেন।
এক্ষেত্রে পাইথনের যে প্রজেক্টগুলো আপনার পোর্টফোলিওতে বেশি গুরুত্ব বাড়িয়ে তুলবে:
ডেটা এ্যানালিসিস প্রজেক্ট || Data Analysis Project
আপনি ডেটাসেট নিয়ে যে এ্যানালিসিস করতে পারেন তা পোর্টফোলিওতে প্রেজেন্ট করতে পারলে সেটি আপনার জব পাওয়ার ক্ষেত্রে অনেক কাজে দিবে। তাই পাইথন দিয়ে সেগুলোর প্রজেক্ট করে আপনার পোর্টফোলিওতে এড করুন।
ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট || Web Development Project
জ্যাঙ্গো বা ফ্লাস্কের মতো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে সহজ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করুন। সেগুলো আপনার পোর্টফোলিওতে তুলে ধরলে, আপনি যে ওয়েব ডেভেলমেন্টে স্কিলড সেটি বুঝতে পারবে।
মেশিন লার্নিং প্রজেক্ট || Machine Learning Project
পাইথনে মেশিন লার্নিং নিয়েও অনেক কাজ করতে হয়। তাই আপনার যে এই সেক্টরে এক্সপেরিয়েন্স আছে, সেটি বুঝাতে ক্লাসিফিকেশন, রিগ্রেশন বা ক্লাস্টারিং অ্যালগরিদম নিয়ে টেস্টিং প্রজেক্ট করুন।
ফ্রেশার হিসেবে পাইথন জব এবং ইন্টার্নশিপ কিভাবে খুজবো? || Where To Search For A Python Job And Internship As A Fresher?
পাইথনে স্কিল তো হলো, পোর্টফোলিও রেডি! এখন দরকার চাকরি! সেই জবের খোঁজ আপনি কোথায় পাবেন? তাও ফ্রেশারদের নিয়োগ দিবে, এমন জব খুজতে হবে। এক্ষেত্রে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম আপনাকে পাইথন-রিলেটেড জব এবং ইন্টার্নশিপ খুঁজে পেতে হেল্প করতে পারে:
অনলাইন জব পোর্টাল || Online Job Portal
বর্তমানে পাইথন রিলেটেড জব মার্কেটের সবচেয়ে সব প্ল্যাটফর্ম হলো LinkedIn, Indeed, Glassdoor, এবং Naukri-এর মতো ওয়েবসাইটগুলো। এসব প্ল্যাটফর্মে পাইথন ডেভেলপার পোস্টের অনেক জব অফার করে। তাই প্রথম কাজই হলো, এসব প্ল্যাটফর্মে আইডি ক্রিয়েট করা ও পাইথন রিলেটেড স্কিলগুলো নিজের প্রোফাইলে এড করা।
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম || Freelancing Platform
এক্সপেরিয়েন্স অর্জন করতে এবং একটি ক্লায়েন্ট বেস তৈরি করতে Upwork এবং Fiverr-এর মতো প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং করতে পারেন। এক্ষেত্রে অনেক অনেক দেশি বিদেশী ডেভেলপার কোম্পানির সাথে কাজ করার একটি বেস্ট প্ল্যাটফর্ম হলো এসকল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম।
ইন্টার্নশিপ প্রোগ্রাম || Internship Program
অনেক কোম্পানী পাইথন ডেভেলপারদের জন্য ইন্টার্নশিপ অফার করে, তাই জবে এন্ট্রির শুরুতে আপনি এইসব ইন্টার্নশীপ প্রোগ্রামগুলোতে ফোকাস করতে পারেন।
ফেইসবুকে পাইথন গ্রুপ || Facebook Python Group
বর্তমানে ফেইসবুক অ্যাকাউন্ট নেই এমন ইয়াং মানুষ পাওয়া যাবে না। তাই আপনি যদি বাংলাদেশের পাইথন জব মার্কেটটি আরো বেশি ধরতে চান, তাহলে কিন্তু ফেইসবুক একটি বড় সোর্স হতে পারে। ওস্তাদ কমিউনিটির ফেইসবুকে পাইথন নিয়ে কয়েক হাজার মেম্বারের বিশাল একটি গ্রুপ রয়েছে। সেখানে আপনি বাংলাদেশের বিভিন্ন কোম্পানির পাইথন প্রোগ্রামারের জবগুলো পেতে পারেন।
ফ্রেশার হয়ে পাইথন কোথায় শিখব? || Where To Learn Python As A Fresher?
একজন ফ্রেশার যদি পাইথনে ক্যারিয়ার করতে চায়, তাহলে অবশ্যই তাকে পাইথন স্কিল অর্জন করতে হবে। পাশাপাশি প্রাকটিসও করতে হবে। এক্ষেত্রে পাইথন যদি বাংলা ভাষায় শিখতে চান তাহলে ওস্তাদের পাইথন নিয়ে কোর্সগুলো আপনার জন্য গ্রেইট রিসোর্স হতে পারে। এছাড়া পাইথন প্র্যাকটিস করা জন্য LeetCode, HackerRank এবং Codewars এর মতো প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন।
শেষকথা || Conclusion
পাইথন নিয়ে জবের প্ল্যাটফর্মে আপনি হয়তো ফ্রেশার কিন্তু স্কিলের দিক দিয়ে ফ্রেশার হওয়া চলবে না। তাই ফ্রেশার হয়েও যদি পাইথনে ভাল জবটি নিজের করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পাইথন স্কিল ভাল করে অর্জন করতে হবে। আর বেশি করে প্রাকটিস করতে হবে। মনে রাখবেন, অধ্যবসায় এবং শেখার মানসিকতা থাকলে আপনি যেকোন চ্যালেঞ্জ কাটিয়ে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন।
লেখা: Ayesha Alam