প্রোগ্রামিংয়ের দুনিয়া বিগিনারদের জন্য অনেকটা কঠিন। প্রোগ্রামিংয়ে আগ্রহ থেকে ক্যারিয়ার হিসেবে অনেকেই প্রোগ্রামার হতে চায়। কিন্তু প্রোগ্রামার হওয়ার জার্নিটা এতো সহজ নয়। দিনের পর দিন কোডিং নিয়ে থাকতে থাকতে অনেকেই হাপিয়ে যায়। ঠিক তখন-ই বিগিনারদের এই কোডিংয়ের ঝামেলা থেকে চলে আসে পাইথন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুনিয়ায় সবচেয়ে সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় পাইথনকে। কিন্তু এই কথা কি আসলেই সত্যি?
● পাইথনের ইউজার এবং কমিউনিটি সুবিধা রয়েছে
● পাইথম সিম্প্লিসিটিতে ফোকাস করে
● পাইথনের একটি স্ট্রং ইকোসিস্টেম
বিগিনারদের জন্য পাইথন গাইডলাইন
ধাপ ১: আপনার এনভায়রনমেন্ট সেট আপ করুন
● IDEs (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টস)
ধাপ ২: শেখার জন্য প্রয়োজনীয় রিসোর্স ব্যবহার করুন
● পাইথনের অফিসিয়াল টিউটোরিয়াল
ধাপ ৩: ডেটা স্ট্রাকচার ও কোড অর্গানাইজড করতে শিখুন
ধাপ ৪: ফাংশন নিয়ে বিস্তারিত শিখুন
ধাপ ৫: পাইথন লাইব্রেরি এক্সপ্লোর করুন
ধাপ ৭: প্রাকটিস! প্রাকটিস! প্রাকটিস! |
বিগিনারদের জন্য আসলেই কি পাইথন সহজ? পাইথন কি আসলেই বিগিনারদের কথা মাথায় রেখে ডেভেলপ করা হয়েছে?
উত্তর হল, হ্যাঁ। প্রোগ্রামিং দুনিয়ায় পাইথন হল বিগিনারদের জন্য একদম পারফেক্ট একটি ফার্স্ট স্টেপ। কেন ফার্স্ট স্টেপ? তা এখনি জানতে পারবেন। এছাড়াও আপনি কিভাবে একজন বিগিনার হিসেবে, আপনার পাইথন জার্নি শুরু করতে পারেন, কি কি রিসোর্স ব্যবহার করতে পারেন, এসব বিষয় নিয়েই থাকছে আজকের আলোচনা।
কেন পাইথন শেখা সহজ? || Why Python Is Easy To Learn
পাইথনের ইংরেজি সিনট্যাক্স || English Syntax Of Python
পাইথনের সিনট্যাক্স যেটাকে রুলস সেট বলা হয়। এটি ডিফাইন করে আপনি কীভাবে কোড লিখবেন। পাইথনের এই সিনট্যাক্সটি ক্লিয়ারিটির জন্য জনপ্রিয়। অর্থাৎ এখানে সব এমন ভাবে প্রেজেন্ট করা হয়, যেন সবাই পড়ে বুঝতে পারে। বিগিনাররাও সহজেই পাইথনের সিনট্যাক্স পড়ে বুঝতে পারে। অর্থাৎ পাইথন ভাষার দিক দিয়ে কোন গ্যাপ রাখেনি। আর সহজবোধ্য ভাষায় কঠিন কোন কোড বর্ণনা করলেও সেটি আমাদের কাছে সহজই লাগবে। আর এটাই পাইথনের সৌন্দর্য!
পাইথন লজিকে ফোকাস করে || Python Focuses On Logic
সিনট্যাক্স অতিরিক্ত জটিল আর বেশি বড় হলে অনেক প্রোগ্রামার ভয় পেয়ে যায়। বিগিনারদের জন্য এটা স্বাভাবিক। তবে এক্ষেত্রে পাইথন একদম ব্যতিক্রম। পাইথন আপনাকে জটিল সিনট্যাক্সের ভেতর আটকে না রেখে প্রোগ্রামিংয়ের মূল কনসেপ্টে ফোকাস করতে দেয়। অর্থাৎ পাইথনের দুনিয়ায় আপনার কাজ শুধু কোডিং লজিক নিয়ে কাজ করা।
পাইথন ফ্রি-তে ইউজ করা যায় || Python Is Free To Use
পাইথন একটি ওপেন-সোর্স ল্যাঙ্গুয়েজ, আপনি এটি ফ্রি-তে ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন। পাশাপাশি পাইথন শেখার অনেক ফ্রি রিসোর্সও আপনি পেয়ে যাবে বিভিন্ন প্ল্যাটফর্মে।
পাইথনের ইউজার এবং কমিউনিটি সুবিধা রয়েছে || Python Has User And Community Facilities
পাইথনের অনেকগুলো অপরচুনিটির জন্য এটি সব লেভেলের প্রোগ্রামারের কাছে অনেক জনপ্রিয়। তাই এর কমিউনিটি আর ইউজার সংখ্যা অনেক বিশাল। এটিও কিন্তু বিগিনারদের জন্য একটি প্লাস পয়েন্ট। কেননা আপনি চাইলেই প্রচুর অনলাইন ফোরাম, কমিউনিটি এবং কুয়েরি প্ল্যাটফর্মের অ্যাক্সেস নিতে পারবেন। যেখানে আপনি যখনই পাইথনের কোথাও আটকে যাবেন তখনই আপনি সাপোর্ট এবং গাইডলাইন পেতে পারেন।
পাইথনের নানারকম ব্যবহার || Versatile Uses Of Python
পাইথন শুধু নতুনদের জন্য নয়! এটি ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এবং অটোমেশন সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত একটি শক্তিশালী ল্যাঙ্গুয়েজ। তাই আপনার অগ্রগতির সাথে সাথে পাইথনের ব্যবহারও বাড়াতে পারবেন। পাইথন আপনার দক্ষতার পাশাপাশি আপনার সাথে পারফেক্টভাবে থাকতে পারবে।
পাইথম সিম্প্লিসিটিতে ফোকাস করে || Python Focus On Simplicity
পাইথন সহজ হওয়ার আরেকটি কারণ হলো এটি যেমন পাওয়ারফুল একটি ল্যাঙ্গুয়েজ, তেমনি এটি সিম্প্লিসিটিতে ফোকাস করে। অপ্রয়োজনীয় জটিলতা বাদ দিয়ে সিম্পল কোডিং করতে চাইলে আপনাকে শুধুমাত্র পাইথনে-ই ভরসা করতে হবে।
পাইথনের একটি স্ট্রং ইকোসিস্টেম || Strong Ecosystem
পাইথন লাইব্রেরির একটি সমৃদ্ধ ইকোসিস্টেম আছে। যা বিগিনারদের জন্য আশীর্বাদ বলতে গেলে। কেননা কোডের এই প্রি-রিটেন ব্লকগুলো বিভিন্ন কাজের জন্য কার্যকারিতা প্রদান করে, ফলে আপনার সময় এবং শ্রম বাঁচবে। তাছাড়া আপনি চাইলে, NumPy এবং Pandas-এর মতো লাইব্রেরিগুলোর সাথে ডেটা এ্যানালিসিস থেকে শুরু করে Django এবং Flask-এর সাথে ওয়েব ডেভেলপমেন্ট পর্যন্ত, পাইথনের বিস্তৃত লাইব্রেরিগুলোতে স্ক্র্যাচ থেকে শুরু না করেই নির্দিষ্ট এরিয়া নিয়ে কাজ করতে পারবেন।
পাইথন কতোটা ইজি? || How Easy Is Python
এখন প্রশ্ন হলো, বিগিনারদের জন্য পাইথন কতোটা ইজি? এর উত্তর হলো: it depends! কেননা আপনি নিশ্চয়ই জানেন যে, পাইথনের ক্লিয়ার সিনট্যাক্স এবং সাপোর্টিভ কমিউনিটি অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল বিষয়গুলো বিগিনারদের জন্য সহজ করে তোলে। আবার প্রোগ্রামিং নিজেই একটা ডিসিপ্লিন, যার জন্য যথেষ্ট শ্রম এবং অধ্যবসায় প্রয়োজন। তাই বলা যায়,এই জার্নিতে চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু ডেডিকেশন এবং সঠিক রিসোর্স নিয়ে এগিয়ে গেলে, পাইথন আপনার কোডিংয়ের জগতে একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম হতে পারে।
বিগিনারদের জন্য পাইথন গাইডলাইন || Python Guideline For Beginner
বিগিনারদের জন্য পাইথন শেখা তেমন কঠিন টাস্ক নয়। আবার খুব বেশি সহজও নয়। আপনার পাইথন শেখার জন্য দরকার একটি সঠিক গাইডলাইনের। তাই জেনে নিন, কিভাবে স্টেপ-বাই-স্টেপ পাইথন শিখতে পারেন:
ধাপ ১: আপনার এনভায়রনমেন্ট সেট আপ করুন || Step 1: Setup Your Environment
একদম শুরুর ধাপ হল আপনার কম্পিউটারে পাইথন ইনস্টল করা। এই প্রসেসটি খুবই ইজি এবং আপনি অফিসিয়াল পাইথন ওয়েবসাইটে গিয়েই পেয়ে যাবেন। একবার ইনস্টল হয়ে গেলে, আপনার পাইথন কোড লেখা এবং রান করার জন্য প্ল্যাটফর্ম প্রয়োজন। এক্ষেত্রে দুটি কমন অপশন রয়েছে:
অনলাইন প্ল্যাটফর্ম || Online Platform
বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম আপনাকে সরাসরি আপনার ওয়েব ব্রাউজারে পাইথন কোড লিখতে এবং রান করতে দেয়। আপনি যদি আপনার কম্পিউটারে কিছু ইনস্টল না করেই পাইথন ইউজ করতে চান, তাহলে এটি একটি বেস্ট অপশন। এর মধ্যে কয়েকটি আপনার চয়েজলিস্টে রাখতে পারেন, যেমন: Google Colab, Replit এবং JDoodle।
IDEs (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টস) || IDEs ( Integrated Development Environment)
IDEs কোড কমপ্লিশন, ডিবাগিং টুলস এবং প্রোজেক্ট ম্যানেজমেন্টের মত ফিচার সহ আরও আপনাকে আরো ডেভেলপ এনভায়রনমেন্ট দিবে। এরমধ্যে পাইথনের জন্য জনপ্রিয় বিগিনার-ফ্রেন্ডলি IDE-এর মধ্যে রয়েছে PyCharm ( সাথে ফ্রি কমিউনিটি এডিশন), Thonny, এবং Visual Studio Code.
ধাপ ২: শেখার জন্য প্রয়োজনীয় রিসোর্স ব্যবহার করুন || Step 2: Resource For Learn
আপনার এনভায়রনমেন্ট সেট আপ করার সাথে, আপনি কিন্তু অলরেডি পাইথনের জগতে এন্ট্রি নিয়ে ফেলেছেন। এবার আপনাকে শিখতে হবে। আর শেখার জার্নি শুরু করতে আপনার জন্য প্রচুর রিসোর্স রয়েছে। যেমন:
পাইথনের অফিসিয়াল টিউটোরিয়াল || Official Tutorial Of Python
পাইথন ওয়েবসাইটের অফিসিয়ালি পাইথন শেখার টিউটোরিয়াল রয়েছে। আপনি যদি বিগিনার হন, তাহলে এই রিসোর্সটি অবশ্যই ট্রাই করতে পারেন। এই প্লাটফর্মে আপনাকে একটি ক্লিয়ার এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে পাইথন ল্যাঙ্গুয়েজের বেসিক বিষয়গুলোর মাধ্যমে শেখাবো হবে।
অনলাইন লাইভ কোর্স || Online Live Course
বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম ইন্টারেক্টিভ পাইথন কোর্স অফার করে যা বিশেষভাবে নতুনদের জন্য ডিজাইন করা হয়েছে। এই কোর্সগুলো আপনার শেখার জার্নিকে সহজ ও উপভোগ্য করে তোলে। এসকল জনপ্রিয় প্ল্যাটফর্মের মধ্যে ইংরেজি ভাষায় শিখতে হলে কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে, যেমন: Coursera, edX, এবং Codecademy. আর যদি বাংলা ভাষায় সহজবোধ্য ভাবে শিখতে চান তাহলে ওস্তাদ প্লাটফর্মের কোর্সটিও আপনার জন্য অনেক ইফেক্টিভ হতে পারে।
পাইথন নিয়ে বই || Python Related Book
পাইথন শেখার উপযোগী অনেক বিগিনার-ফ্রেন্ডলি বই পাওয়া যায়। এরমধ্যে জনপ্রিয় হলো Al Sweigart-এর "Automate the Boring Stuff with Python" এবং Eric Matthes-এর "Python Crash Course"। তাই এই বইগুলোও আপনি রিসোর্সে যোগ করতে পারেন।
ধাপ ৩: ডেটা স্ট্রাকচার ও কোড অর্গানাইজড করতে শিখুন || Step 3: Learn To Organize Your Code with Data Structures
পাইথন আপনাকে ডেটা অর্গানাইজ করার জন্য স্ট্রং ডেটা স্ট্রাকচার অফার করে। তাই কোড প্রাকটিসের পর থেকেই ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ শুরু করতে হবে। পাশাপাশি ডেটা স্ট্রাকচার নিয়ে কোডিং করা প্রাকটিস ও টেস্টিং করতে হবে।
ধাপ ৪: ফাংশন নিয়ে বিস্তারিত শিখুন || Step 4: Learn About Function
মনে রাখবেন,কোডিং জগতে আপনার সবচাইতে ভাল বন্ধু হলো ফাংশন। তাই এই ধাপে রি-ইউজেবল কোড ব্লক, প্যারামিটার এবং আর্গুমেন্টস নিয়ে শিখে ফেলুন। ফাংশনগুলো আপনাকে কোডের রি-ইউজেবল ব্লক ক্রিয়েটে হেল্প করবে যা স্পেসিফিক টাস্কে পারফর্ম করে।
পাশাপাশি প্যারামিটার ব্যবহার করে, আপনি ফাংশনে ডেটা (আর্গুমেন্ট) পাস করতে, সেগুলোকে ফ্লেক্সিবল এবং এডাপ্টেবল করতে শিখে যাবেন।
ধাপ ৫: পাইথন লাইব্রেরি এক্সপ্লোর করুন || Step 5: Explore Python Library
পাইথনের ইন্টার্নাল মডিউলগুলোর একটি বিশাল লাইব্রেরি রয়েছে যা আপনার কাজে এডিশনাল ফাংশনালিটি দিবে। তাই ম্যাথ, ফাইল হ্যান্ডলিং এবং ওয়েব ইন্টারঅ্যাকশনের জন্য মডিউলগুলো এক্সপ্লোর করুন।
পাইথনের কিন্তু এক্সটার্নাল লাইব্রেরিও আছে। পাইথনের পাওয়াফুল ডেটা সায়েন্সের জন্য NumPy এবং ডেটা ভিজ্যুয়ালাইজেশনের জন্য Matplotlib-এর মতো থার্ড পার্টির লাইব্রেরিতে আছে। তাই আপনাকে লাইব্রেরিগুলোতে ফোকাস দিতে হবে।
ধাপ ৬: প্রজেক্ট তৈরি করুন || Step 6: Build Project
পাইথনের গুরুত্বপূর্ণ দিকগুলো এক্সপ্লোর করার পর, এই ধাপে আপনি প্রজেক্ট তৈরি করবেন। কেননা আপনি যা শিখলেন তা যাচাই করতেই এবার প্রজেক্টে এপ্লাই করতে হবে। এক্ষেত্রে ছোট প্রজেক্ট নিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে কমপ্লেক্স প্রজেক্টে এগিয়ে যান।
ধাপ ৭: প্রাকটিস! প্রাকটিস! প্রাকটিস! || Step 7: Practice Makes A Man Perfect
পাইথন শেখার অন্যতম উপায় হল আপনাকে কোড নিয়ে প্রচুর লেগে থাকতে হবে। তাই সহজ প্রোগ্রাম দিয়ে শুরু করে, ধীরে ধীরে কঠিন প্রোগ্রামের দিকে যেতে, আপনাকে অনেক প্রাকটিস করতে হবে। এক্ষেত্রে,
✔️ বেসিক বিষয়গুলোতে ফোকাস করবেন,
✔️ ছোট প্রজেক্টে কাজ করবেন,
✔️ আপনার কোডটি টেস্ট করতে ভয় পাবেন না,
✔️ অবশ্যই কোডিং কমিউনিটিতে কোডিং রিলেটেড আলোচনায় যোগ দিবেন।
মনে রাখবেন, কোড শিখতে সময় এবং চেষ্টা দুইটাই লাগে। তাই নিজের সাথে ধৈর্য ধরুন।
শেষকথা || Conclusion
কোডিং জগতে প্রবেশ করতে চাওয়া নতুনদের জন্য পাইথন হল বেস্ট চয়েজ। তাই আপনার যদি কোডিং ও প্রোগ্রামিংয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে, তাহলে পাইথন দিয়ে শুরু করতে পারেন। কেননা পাইথন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিগিনার থেকে এক্সপার্ট লেভেলের সকল প্রোগ্রামারকে আপনি পেয়ে যাবেন। তাহলে আর দেরি কিসের? আজই শুরু করুন আপনার পাইথন অ্যাডভেঞ্চার!
লেখা: Ayesha Alam