আমাদের চারপাশের প্রতিটি সেক্টরের পরিচালনার মূলে থাকে ম্যানেজমেন্ট। কিভাবে কোম্পানি বা সংগঠনটি পরিচালনা করা হচ্ছে, তার উপরই নির্ভর করে এটি কতটুকু সাকসেসফুল হবে। বিজনেস, টেক ইন্ড্রাস্ট্রি কিংবা ইউজার এক্সপেরিয়েন্স বলেন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট সকল সেক্টরের একদম প্রথম সারির একটি টিম। 

প্রোডাক্ট ম্যানেজমেন্ট জবটি কিভাবে একজন ফ্রেশারের জন্য পারফেক্ট হতে পারে?

● ফ্রেশারদের ফ্রেশ পার্সপেক্টিভ

● ফ্রেশারদের এডাপ্টিবিলিটি এবং শেখার আগ্রহ

● স্ট্রং এ্যানালিটিক্যাল স্কিল

একজন ফ্রেশার প্রোডাক্ট ম্যানেজারের প্রয়োজনীয় স্কিল যেভাবে অর্জন করবে

● এ্যানালিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং স্কিল

● ইউজার রিসার্চ স্কিল

● কমিউনিকেশন (লিখিত এবং মৌখিক) স্কিল

● টেকনিক্যাল স্কিল

● প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল

● প্রায়োরিটাইজেশন ও টাইম ম্যানেজমেন্ট স্কিল

ফ্রেশারদের প্রোডাক্ট ম্যানেজার হওয়ার স্ট্রাটেজি

1. একটি স্ট্রং বেইজলাইন ক্রিয়েট করুন

● একাডেমিক ব্যাকগ্রাউন্ড

● কোর স্কিল

2. রিলেভেন্ট এক্সপেরিয়েন্স অর্জন করুন

● ইন্টার্নশিপ

● পার্সোনাল প্রজেক্ট

● নেটওয়ার্কিং

3. আপনার স্কিলগুলো হাইলাইট করুন

● সফটৃ স্কিল

● একাডেমিক প্রজেক্ট

● ভলান্টারি কাজ

4. কান্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকুন

● অনলাইন Live কোর্স

● Online free course

● বুক এবং রিসোর্স

5. আপনার সিভি রেডি করুন

6. প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিন

পরিশেষ

যারা ইনোভেটিভ আইডিয়া ও বিজনেস প্রোডাক্ট রিলেটেড যাবতীয় সমস্যা সমাধান করতে চায়, তাদের জন্য একটি ডায়নামিক ক্যারিয়ারের সুযোগ করে দেয় এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট। কিন্তু একজন রিসেন্ট গ্রাজুয়েট যাকে আমরা “ফ্রেশার” বলে থাকি, তার জন্য প্রোডাক্ট ম্যানেজারের (Product Manager) এই পোস্টে জব পাওয়া অনেকটা স্বপ্নের মতোই। কেননা, এই পোস্টে অনেক এক্সপেরিয়েন্সের প্রয়োজন হয়। তাই ফ্রেশারদের মনে একটাই প্রশ্ন, আমি কি একজন প্রোডাক্ট ম্যানেজার হতে পারি?

অবিশ্বাস্য হলেও এই প্রশ্নের উত্তর হলো, হ্যাঁ!  যদিও প্রোডাক্ট ম্যানেজারের পথে হাটতে হলে অভিজ্ঞতার ঝুড়ি ভরা থাকতে হয়। তবে এই জার্নিতে চলার জন্য আরো কিছু পথ রয়েছে, যেখানে একজন ফ্রেশার এক্সপেরিয়েন্স ছাড়াই এগিয়ে যেতে পারে এবং একজন সাকসেসফুল প্রোডাক্ট ম্যানেজার হতে পারে। আজকে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে ফ্রেশাররা কিভাবে এগিয়ে যেতে পারে, পাশাপাশি ফ্রেশারদের কিছু চ্যালেঞ্জ এবং আপনি ফ্রেশার হয়েও একজন সফল প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য কি স্টেপ নিতে পারেন, তা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি ফ্রেশারদের জন্য থাকছে কিছু রিসোর্স আইডিয়া। 

প্রোডাক্ট ম্যানেজমেন্ট জবটি কিভাবে একজন ফ্রেশারের জন্য পারফেক্ট হতে পারে? || How Can A Product Management Job Be Perfect For A Fresher?

প্রোডাক্ট ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্সড মানুষদের জন্য রিজার্ভ একটি জব মনে হলেও ফ্রেশাররা এর জন্য পারফেক্ট হতে পারে। এর বিভিন্ন কারণ রয়েছে যেগুলো আপনি জানতে পারলে, আপনার মোটিভেশান অনেকগুণ বেড়ে যাবে। তাই চলুন প্রথমেই জেনে নেই, প্রোডাক্ট ম্যানেজমেন্ট জবটি কিভাবে একজন ফ্রেশারের জন্য পারফেক্ট হতে পারে? 

ফ্রেশারদের ফ্রেশ পার্সপেক্টিভ || Fresher's Perspective

যেহেতু ফ্রেশাররা মাত্র পাশ করে জব সেক্টরে এসেছে, তারা অনেক ইউনিক আইডিয়া নিয়ে কাজ করতে পারে। একজন অভিজ্ঞতা সম্পন্ন প্রোডাক্ট ম্যানেজারের অভিজ্ঞতা অনেক সময় তাদের চ্যালেঞ্জ নিতে দেয় না, যদি তার কোন খারাপ অভিজ্ঞতা থাকে। এদিক দিয়ে ফ্রেশাররা প্রোডাক্ট ইন্ড্রাস্ট্রির অতীত অভিজ্ঞতা থেকে ভারমুক্ত, তাই তারা সৃজনশীল এবং নিরপেক্ষ মানসিকতার সাথে চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করতে পারে।  

ফ্রেশারদের এডাপ্টিবিলিটি এবং শেখার আগ্রহ || Adaptability And Willingness To Learn Of Freshers

ফ্রেশাররা যেকোন পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নিতে পারে ও তাদের শেখার আগ্রহ থাকে। গবেষণায় দেখা গেছে, নতুন চাকরিতে জয়েন করা কর্মীরা নিজেদের প্রমাণ করার প্রবল ইচ্ছা পোষণ করে এবং দ্রুত নলেজ ও স্কিল শেখার জন্য অতিরিক্ত ইফোর্ট দিতেও ইচ্ছুক থাকে।  শেখার জন্য এই ক্ষুধাটা কিন্তু প্রোডাক্ট ম্যানেজমেন্টের ওয়ার্ল্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এদিক দিয়ে একজন ফ্রেশার হয়ে আপনি এগিয়ে আছেন। 

স্ট্রং এ্যানালিটিক্যাল স্কিল|| Strong Analytical Skills

অনেক ফ্রেশাররা তাদের একাডেমিক ক্যারিয়ারের মাধ্যমে স্ট্রং এ্যানালিটিক্যাল স্কিলের সাথে গ্রাজুয়েট হন।  এই স্কিলগুলো প্রোডাক্ট ম্যানেজারদের জন্য প্রয়োজনীয়। কারণ তাদের ডেটা এ্যানালিসিস করতে হয়, ইউজার এক্টিভিটি বুঝতে হয় এবং ডেটা-ড্রিভেন ডিসিশন নিতে হয়। আপনার একাডেমিক ডিগ্রির সাথে যদি এই স্কিলগুলোও থাকে, তাহলে আপনি এগুলো কাজে লাগিয়ে একজন ফ্রেশার হয়েও প্রোডাক্ট ম্যানেজার হওয়ার যোগ্যতা রাখেন।

একজন ফ্রেশার প্রোডাক্ট ম্যানেজারের প্রয়োজনীয় স্কিল যেভাবে অর্জন করবে || How A Fresher Will Acquire The Skills Required Of A Product Manager

যদিও একটি স্ট্রং বেইজলাইন এবং এক্সপেরিয়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ তবুও ফ্রেশাররাও চাইলে এই জবের ড্রিম দেখতে পারে, কেননা প্রোডাক্ট ম্যানেজমেন্টে সফল হওয়া নির্ভর করে নির্দিষ্ট কিছু স্কিলের উপর। তাই আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, আপনার কনফিডেন্সের সাথে একজন প্রোডাক্ট ম্যানেজার হওয়ার প্রয়োজনীয় কিছু স্কিলও ডেভেলপ করতে হবে। এক্ষেত্রে আপনার যে স্কিলগুলো থাকতে হবে:

এ্যানালিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং স্কিল || Analytical Thinking And Problem Solving Skills

একজন প্রোডাক্ট ম্যানেজারকে তার প্রোডাক্টটির সমস্যা আইডেন্টিফাই করতে, ডেটা এ্যানালিসিস করতে এবং ক্রিয়েটিভ সলিউশন তৈরি করতে এক্সপার্ট হতে হয়। একজন ফ্রেশারের হয়তো প্রোডাক্ট ম্যানেজমেন্ট এরিয়াতে এসব স্কিল নাও থাকতে পারে, তবে স্টুডেন্ট থাকা অবস্থাতেই  বিভিন্ন প্রবলেম সলভিং কেস স্টাডিতে অংশগ্রহণ করে, ইন্ড্রাস্ট্রি ট্রেন্ড এ্যানালিসিস করে, এমনকি ডেটা-ড্রিভেন সিস্টেমের মাধ্যমে প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার মাধ্যমে ফ্রেশাররা এই স্কিলগুলোকে ডেভেলপ করতে পারে।

ইউজার রিসার্চ স্কিল || User Research Skill

 একজন প্রোডাক্ট ম্যানেজারের জন্য ইউজারের ডিমান্ড এবং ইউজার কেমন প্রোডাক্ট চায় এসকল বিষয়গুলো বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু সরাসরি কাস্টমারের মন্তব্য জানার সুযোগ ফ্রেশারদের থাকে না, তবে ফ্রেশাররা ইউজারের ইন্টারভিউ নিয়ে, ইউজারের রিভিউ এ্যানালিসিস করে এবং ইউজার টেস্টিং সেশনে অংশগ্রহণ করে তাদের ইউজার রিসার্চ স্কিল ডেভেলপ করতে পারে।  পাশাপাশি ইউজারদের জন্য সহানুভূতি বা ইতিবাচক মনোভাব গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।  তাদের চিন্তাভাবনা ও পছন্দ-অপছন্দ বোঝার জন্য ইউজারের জায়গায় নিজেকে রেখে চিন্তা করা শিখতে হবে।  

কমিউনিকেশন (লিখিত এবং মৌখিক) স্কিল || Communication (Both Written And Verbal) Skill 

প্রোডাক্ট ম্যানেজারদের প্রকৌশলী থেকে ডিজাইনার, ডিজাইনার থেকে এক্সিকিউটিভ পর্যন্ত বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কমিউনিকেট করতে হবে। আগে এসব কাজের সুযোগ না হলেও ফ্রেশাররা পাবলিক স্পিকিং কোর্স করে, বিতর্কে অংশগ্রহণ করে, এমনকি একটি টোস্টমাস্টার ক্লাবে জয়েন করেও তাদের কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে পারে। এসব ভার্বাল কমিউনিকেশন বাদেও সমান ফোকাস দিতে হবে রিটেন কমিউনিকেশনের দিকেও। এক্ষেত্রে ফ্রেশারদের জানতে হবে কিভাবে স্পষ্ট এবং সংক্ষিপ্ত ইমেইল, আর্টিকেল, এবং প্রোডাক্টের ডকুমেন্টেশন লেখা যায়। কারণ প্রোডাক্ট ম্যানেজারদের এই সকল মাধ্যমে প্রতিদিনই যোগাযোগ করতে হয়। 

টেকনিক্যাল স্কিল || Technical Skill

 যদিও প্রোডাক্ট ম্যানেজারের খুব বেশি হাই লেভেলের টেকনোলজির ব্যবহার সবসময় প্রয়োজন হয় না, তবে টেকনোলজি ও ডেভেলপমেন্ট এরিয়া নিয়ে বেসিক আইডিয়া থাকা সুবিধাজনক।  ফ্রেশাররা তাদের আগ্রহের প্রোডাক্টগুলোর সাথে রিলেভেন্ট কোডিং ফান্ডামেন্টাল, অ্যাজিল ডেভেলপমেন্ট টেকনিক বা নির্দিষ্ট কোন টেকনোলজি নিয়ে অনলাইন কোর্স করতে পারে।

প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল || Project Management Skill

প্রোডাক্ট ম্যানেজারদের সবচেয়ে আগে যে স্কিলটি প্রয়োজন তা হলো ম্যানেজমেন্টের স্কিল। একজন ফ্রেশারের সিভিতে তো প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করার কোন এক্সপেরিয়েন্স থাকে না, এক্ষেত্রে এই গ্যাপ ফিলাপ করতে পারে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল। এটি হতে পারে আপনার কলেজ বা ভার্সিটির কোন ক্লাব বা অর্গানাইজেশনে কোন প্রজেক্টে লীডারশীপ দেওয়ার এক্সপেরিয়েন্স, হতে পারে কোন ভলান্টিয়ার হয়ে কাজের অভিজ্ঞতা। এগুলোই আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের স্কিলকে রিপ্রেজেন্ট করবে। 

প্রায়োরিটাইজেশন ও টাইম ম্যানেজমেন্ট স্কিল || Prioritization And Time Management Skill

যেহেতু একটি কোম্পানির প্রোডাক্টকে মার্কেটে ছড়িয়ে দিয়ে প্রফিট আসা পর্যন্ত একজন প্রোডাক্ট ম্যানেজারের কাজের ব্যাপ্তি, তাই একজন প্রোডাক্ট ম্যানেজারকে একই সময়ে বিভিন্ন টিমের আউটপুট নিয়ে কাজ করতে হয়। আর এই কাজের জন্য যথেষ্ট প্রায়োরিটাইজেশন স্কিল থাকতে হবে। অর্থাৎ কোন টিমের কোন কাজটিকে আমি আগে গুরুত্ব দিবো? এই স্কিলটি সঠিকভাবে প্রেজেন্ট করতে প্রয়োজন সঠিক টাইম ম্যানেজমেন্ট করা।  ফ্রেশাররা এই স্কিলটি ডেভেলপ করতে চাইলে Eisenhower Matrix-এর মতো টেকনিক ইউজ করা শিখতে পারে পাশাপাশি Calendar এবং to-do list এর মতো টুলস ইউজ করেও তাদের টাইম ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করতে পারে। 

ফ্রেশারদের প্রোডাক্ট ম্যানেজার হওয়ার স্ট্রাটেজি || Strategies For Becoming A Product Manager For Freshers

একজন ফ্রেশার হিসেবে আপনার প্রোডাক্ট ম্যানেজার হওয়ার পথ সহজ নাও হতে পারে, কিন্তু ডেডিকেশন এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং সহ, এই জার্নিতে আপনি অনেক স্কিল অর্জন করতে পারবেন।  মনে রাখবেন, সবচেয়ে সফল প্রোডাক্ট ম্যানেজারও শুরু থেকেই সাকসেসফুল ছিলো না, তাকেও আপনার মতোই একদম জিরো থেকে শুরু করতে হয়েছিল। তাই চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, একজন ফ্রেশার হয়েও আপনার প্রোডাক্ট ম্যানেজার হওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য কিছু স্ট্রাটেজি ফলো করতে পারেন,

একটি স্ট্রং বেইজলাইন ক্রিয়েট করুন || Create A Strong Baseline

একাডেমিক ব্যাকগ্রাউন্ড || Academic Background

সবসময় বাধ্যতামূলক না হলেও, বিজনেস এডমিনিস্ট্রেশন, কম্পিউটার সাইন্স, মার্কেটিং বা এইসব রিলেটেড ফিল্ডে পড়াশোনা করলে প্রোডাক্ট ডেভেলমেন্টের প্রসেসের যাবতীয় বিষয় নিয়ে স্ট্রং ফাউন্ডেশন পাওয়া যায়। ফ্রেশান হলেও এইসব ফিল্ডের ডিগ্রি আপনাকে একধাপ এগিয়ে রাখবে।

কোর স্কিল || Core Skill

প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য প্রয়োজনীয় বেসিক স্কিলগুলো আইডেন্টিফাই করুন এবং ডেভেলপ করুন।  এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভ থিঙ্কিং, কমিউনিকেশন (লিখিত এবং মৌখিক), প্রবলেম সলভিং, ইউজার রিসার্চ, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট। একাডেমিক প্রজেক্ট, ভলান্টারি কাজ বা ব্যক্তিগত প্রচেষ্টায় এই স্কিলগুলো শোকেস করার সুযোগ বের করুন।

রিলেভেন্ট এক্সপেরিয়েন্স অর্জন করুন || Make Relevant Experience

ইন্টার্নশিপ || Internship

ইন্টার্নশিপ প্রোডাক্ট ম্যানেজমেন্টের এক্সপেরিয়েন্স অর্জনের একটি দুর্দান্ত উপায়।  স্টার্টআপ, প্রতিষ্ঠিত কোম্পানি বা প্রোডাক্ট-সেন্ট্রিক অর্গানাইজেশনগুলোতে ইন্টার্নশিপের সুযোগ সন্ধান করুন। এক্ষেত্রে মার্কেটিং বা প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো এরিয়াতে একটি ইন্টার্নশিপ আপনার সিভিকে ফ্রেশারদের লেন্স থেকে বের করে নিয়ে আসবে।

পার্সোনাল প্রজেক্ট || Personal Project

ফ্রেশার হিসেবে আপনার কোন প্রজেক্ট এরিয়াতে এক্সপেরিয়েন্সের না-ই থাকতে পারে। তবে পার্সোনাল প্রজেক্ট পাওয়ারকে কিন্তু ইগনোর করবেন না। একটি সাইড প্রজেক্ট তৈরি করুন যেখানে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টের পলিসিগুলো এপ্লাই করে প্র্যাকটিস করতে পারেন। এটি হতে পারে একটি মোবাইল অ্যাপ তৈরি করা, একটি ওয়েবসাইট তৈরি করা, কিংবা একটি বিদ্যমান প্রোডাক্টকে রি-অর্গানাইজ করা।

নেটওয়ার্কিং || Networking

প্রাইভেট সেক্টরে নেটওয়ার্কিং অনেক ইফেক্টিভ একটি স্ট্রাটেজি। আপনার নেটওয়ার্ক যত ভাল থাকবে, আপনি তত তাড়াতাড়ি নিজের স্কিলগুলো কাজে লাগানোর সুযোগ পাবেন। তাই ইন্ড্রাস্ট্রি ইভেন্টগুলোতে যোগ দিন, প্রোডাক্ট ম্যানেজমেন্টর উপর ফোকাস করে তৈরি বিভিন্ন  অনলাইন কমিউনিটিতে যোগ দিন এবং এই এরিয়ার প্রফেশনালদের সাথে কমিউনিকেট করুন।  একটি ইফেক্টিভ নেটওয়ার্ক গড়ে তুলতে পারলে আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ মেন্টরও পেয়ে যাবেন। 

আপনার স্কিলগুলো হাইলাইট করুন || Highlight Your Skills

সফটৃ স্কিল || Soft Skills

বর্তমান ফ্রেশারদের অনেক স্ট্রং সফট্ স্কিল থাকে যেমন কমিউনিকেশন, টিমওয়ার্ক, এডাপ্টিবিলিটি ইত্যাদি। এই স্কিলগুলো ক্রস-ফাংশনাল টিমের সাথে কার্যকরভাবে কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার সিভি এবং ইন্টারভিউতে এই স্কিলগুলো হাইলাইট করুন।

একাডেমিক প্রজেক্ট || Academic Project

প্রোডাক্ট ম্যানেজমেন্টের স্কিল প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয়ে আপনার করা প্রজেক্টগুলোকে রিফ্রেম করুন।  আপনি একটি টিম প্রজেক্টের লীডারশীপ রোলে ছিলেন?  আপনি কি ইউজার রিসার্চ করেছেন এবং রেজাল্টগুলো এপ্লাই করেছেন?  আপনার সিভিতে এই দিকগুলোর উপর জোর দিন এবং স্কিলের উপর ফোকাস করুন।

 ভলান্টারি কাজ || Voluntary Work

আপনি কি এমন কোন কাজের ভলান্টিয়ার ছিলেন যার মধ্যে একটি প্রবলেম আইডেন্টিফাই করা, সেটি সলভ করা ও এপ্লাই করার কাজ ছিল? প্রোডাক্ট ম্যানেজমেন্ট সম্পর্কিত প্রবলেমগুলো সলভ্ করতে আপনার স্কিল শোকেস করতে এই এক্সপেরিয়েন্সগুলোকে ফ্রেম করুন।

কান্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকুন || Be On Continuous Learning

 অনলাইন Live কোর্স  || Online Live Course

প্রোডাক্ট ম্যানেজমেন্টের স্পেশালাইজড অনলাইন কোর্স এবং বুটক্যাম্পের সুবিধা নিন।  এই প্রোগ্রামগুলো আপনাকে একজন ফ্রেশার হয়েও ম্যানেজমেন্ট ফিল্ডে হেল্প করার জন্য নলেজ, ফ্রেমওয়ার্ক এবং টুলস সরবরাহ করতে পারে। আজকাল বিভিন্ন এড-টেক কোম্পানিগুলো প্রোডাক্ট ম্যানেজমেন্টের উপর কোর্স চালু করেছে। Coursera, Udemy, Udacity ইত্যাদি অন্যতম। এছাড়া বাংলা ভাষায় ও বাংলাদেশের প্রোডাক্ট ম্যানেজমেন্টকে ফোকাস করে যদি কোর্স করতে চান,  তাহলে আপনি ওস্তাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্সটি করতে পারেন।

Online free course || Online Free Course

আপনি চাইলে বিভিন্ন প্ল্যাটফর্মের ফ্রি কোর্সগুলার সুবিধা নিতে পারেন। এতে করে বেসিক বিষয়গুলো সহজেই শিখে নিতে পারবেন, পাশাপাশি আপনার কি করা উচিত তা নিয়েও আইডিয়া পাবেন। এক্ষেত্রে Coursera, edX, Simplilearn, UXcam ইত্যাদি প্ল্যাটফর্ম অনলাইনে প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে ফ্রি কোর্স অফার করে। তাছাড়া আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট ও বাংলা ভাষায় ফ্রি কোর্স করতে চান তাহলে ওস্তাদ -এর ফ্রি কোর্সটি-তে এনরোল করতে পারেন। 

বুক এবং রিসোর্স || Book And Resource

এক্সপেরিয়েন্সড প্রোডাক্ট ম্যানেজারদের লেখা বই এবং রিসোর্সগুলো কালেক্ট করে পড়া শুরু করুন।  এটি আপনাকে তাদের অভিজ্ঞতা থেকে শিখতে এবং বাস্তব-বিশ্বের প্রোডাক্ট ডেভেলমেন্টের চ্যালেঞ্জ এবং সলিউশনগুলো নিয়ে বিস্তারিত ধারনা দিবে।

আপনার সিভি রেডি করুন || Create And Develop Your CV

 

কোথাও এপ্লাই করার জন্য অবশ্যই একটি পাওয়ারফুল সিভি প্রয়োজন হয়।  তাই সিভি তৈরির সময় একটা বিষয় খেয়াল করবেন, যেন আপনার এ্যাচিভমেন্টগুলো ফোকাস পায় আপনার সিভি-তে। আগে আপনি কোন কোন দায়িত্ব পালন করেছেন সেগুলোর তালিকা না দিয়ে বরং আপনার কৃতিত্বের উপর ফোকাস করুন এবং কীভাবে আপনার কাজগুলো প্রোডাক্ট বা প্রজেক্টকে ইফেক্টিভলি হেল্প করেছে তা তুলে ধরুন। পাশাপাশি অবশ্যই প্রোডাক্ট ম্যানেজমেন্ট এরিয়ায় আপনার আগ্রহ ফুটিয়ে তুলুন।

প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিন || Be Prepare For Your Product Management Interview

জবের জন্য অবশ্যই ইন্টারভিউ ফেইস করতে হয়। তাই প্রথমেই যে কাজটি করতে পারেন, তা হলো প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে বেসিক কিছু ইন্টারভিউ কোশ্চেন এক্সারসাইজ করুন। আপনি কেন এই পোস্টে জব করতে আগ্রহী? প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে কোন ধরনের স্কিল রয়েছে আপনার? একজন ফ্রেশার হিসেবে আপনি কি নিজেকে এই পোস্টের উপযোগী মনে করেন? এই ধরনের প্রশ্নগুলোর লজিক্যাল এন্সার রেডি রাখাই বুদ্ধিমানের কাজ।  পাশাপাশি ইন্টারভিউ শেষের দিকে আপনার কোন জিজ্ঞাসা আছে কিনা জানতে চাইলে ইন্টারভিউয়ারকে এমন প্রশ্ন করুন যেন তাদের কোম্পানি, প্রোডাক্ট এবং টিমের প্রতি আপনার আগ্রহ প্রকাশ পায়।

পরিশেষ || Conclusion

সবশেষে বলা যায় একজন ফ্রেশার হিসেবে প্রোডাক্ট ম্যানেজার হওয়া একটি চ্যালেঞ্জিং জব। তবে উপরে বর্ণিত স্ট্রাটেজিগুলো অনুসরণ করে, আপনি আপনার ড্রিম জবটি পাওয়ার এবং একটি পরিপূর্ণ ক্যারিয়ারের পথে যাত্রা করার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারেন।

মনে রাখবেন, এই জার্নিতে আপনি কিন্তু একা নন। বর্তমানের রোল মডেল প্রোডাক্ট ম্যানেজারও কোন একসময় প্রোডাক্ট ম্যানেজমেন্ট এরিয়ায় আপনার মতোই ফ্রেশার ছিলেন। তাই ফ্রেশার বলে মনোবল না হারিয়ে বরং আরো স্ট্রংভাবে নিজেকে একজন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে তৈরি করুন। 

লেখা: Ayesha Alam